আদালতে হাজিরা এড়ানোর দায়ে, বাংলার সাংসদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
ODD বাংলা ডেস্ক: বিষ্ণুপুরের সাংসদ হিসাবে দিল্লিযাত্রার ২ দিনের মধ্যে সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। একটি মামলায় বারবার হাজিরা এড়ানোয় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপি - এমএলএ আদালত। তবে আদালতের নির্দেশের ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে দিল্লি থেকে জানিয়েছেন সৌমিত্র।আদালত সূত্রে জানা গিয়েছে, সোনামুখিতে একটি সংঘর্ষের মামলায় বার বার হাজিরা এড়িয়েছেন সৌমিত্র। যার ফলে আইনি প্রক্রিয়া মেনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিচারক। ৯ জুলাই তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। নইলে নির্দেশ কার্যকর করতে পারবে পুলিশ।তবে এব্যাপারে কিছুই জানা নেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, আমি সংসদের অধিবেশনে যোগদান করতে দিল্লিতে রয়েছি। বিজেপি করায় তৃণমূল যে আমার বিরুদ্ধে কোথায় কত ভুয়ো মামলা করে রেখেছে তার হিসাব রাখা সম্ভব নয়। তেমনই কোনও মামলায় হয়তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমি আইনজীবীদের পরামর্শ নিয়ে আদালতকে আমার বক্তব্য জানাব।
Post a Comment