ফোন ব্যবহার করায় শাস্তি দিল স্কুল, পরদিন উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ, মিলল সুইসাইড নোট

ODD বাংলা ডেস্ক: স্কুল চত্বরে ফোন ব্যবহার করার নিয়ম নেই। তবুও নিয়ম না মেনে ফোন ব্যবহার করেছিল স্কুলের এক ছাত্র। স্কুলের তরফে শাস্তি দিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর। সোমবার অরুনাচল প্রদেশের আনজাও জেলার আমলিয়াং এলাকার একটি স্কুলের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের নাম চিরাং ক্রি।পুলিশ সূত্রে খবর, অরুনাচল প্রদেশের একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র ছিল চিরাং। সেই স্কুলের হস্টেলে থাকত সে। স্কুল চত্বরে ফোন ব্যবহার করার নিয়ম ছিল না জেনেও নিজের কাছে ফোন রাখত চিরাং। নিয়ম না মানায় স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিশোর সেই শাস্তি মেনে নিতে পারেনি। সেই স্কুলেই পড়াশোনা করতে চায় বলে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে চিরাং। রবিবার চিরাং এবং তার বাবার সঙ্গে কথা বলে তাকে স্কুলে পড়াশোনার অনুমতি দেওয়া হয়। কিন্তু রবিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যায় না চিরাংয়ের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.