এ কি হল! মাত্র ৬ মাসেই রামমন্দিরে ফাটল?
ODD বাংলা ডেস্ক: উদ্বোধনের ছয় মাস পেরিয়েছে সবেমাত্র। এরই মধ্যে অযোধ্য়ার রাম মন্দিরের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল। বর্ষার প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হয়ে মন্দিরের গর্ভগৃহে চুঁইয়ে পড়ছে জল। নেট মাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। তবে জল জমার বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই বিবৃতি দিয়েছেন মন্দির কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। যদিও মন্দিরের পুরোহিত অন্যদের কথায় মন্দিরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। মন্দিরের নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নৃপেন্দ্র মিশ্র আশ্বস্ত করে বলেছেন, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। তাঁর কথায়, মন্দিরের নকশা বা নির্মাণকাজে কোনও গাফলতি নেই। তিনি আরও বলেন, প্রথম তলা থেকে বৃষ্টির জল চুঁইয়ে গর্ভগৃহে চুঁইয়ে পড়ছে ঠিকই। এটি হওয়ারই ছিল। কারণ গুরু মণ্ডপটি দ্বিতীয় তলায় খোলা আকাশের নীচে। প্রথম তলায় নির্মাণ কাজ এখনও চলছে। নালা থেকে কিছু ছিদ্রও চোখে পড়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হলে নালাটি বন্ধ হয়ে যাবে। গর্ভগৃহে আলাদা করে নিষ্কাশন ব্যবস্থা নেই। কারণ সব মণ্ডপে জল ও গর্ভগৃহে জল পরিষ্কারের জন্য ঢাল পরিমাপ করা হয়েছে। নকশা বা নির্মাণে কোনও সমস্যা নেই। খোলা মণ্ডপগুলি বৃষ্টির জলে ভিজতে পারে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু নগর স্থাপত্যের নিয়ম অনুসারে এটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ইতিমধ্য়েই ছাদ মেরামতি করে জলরোধী করে তোলার নির্দেশ দিয়েছেন তিনি।
Post a Comment