হ্যাক করা হতে পারে EVM, ভোটের পর বিস্ফোরক দাবি


ODD বাংলা ডেস্ক: ভারতে সদ্য শেষ হয়েছে নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা হয়েছে। এবার সেই ইভিএম নিয়েই প্রশ্ন তুললেন টেসলা সিইও ইলন মাস্ক। তাঁর মতে ইভিএম হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষ অথবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ইভিএমের হিসেব গুলিয়ে দেওয়া সম্ভব। তবে তাঁর এই মতের সঙ্গে অনেক রাজনীতিকই একমত হচ্ছেন না। ইলন মাস্ক এই প্রসঙ্গে একটি টুইট করেছেন। লিখেছেন, ‘আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা উচিত নয়। মানুষ বা এআই দ্বারা হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তার ফল হতে পারে খারাপ।’ সম্প্রতি পোয়ের্তো রিকোর ভোট ঘিরে একটি বিতর্ক তৈরি হয়। ওই নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে একাধিক অভিযোগ উঠেছে। আসল ভোটের সংখ্যা খুঁজতে অনেক হিসেব নিকেশ করতে হয় সেখানে। পেপার ট্রেল দিয়ে মেলানো হয় ভোটের হিসেব। এই ইস্যুতে আমেরিকা জুড়ে চর্চা শুরু হয়েছে। তবে ভারতে যে ইভিএম ব্যবহার করা হয়, তা এম থ্রি ইভিএম নামে পরিচিত, সেগুলি ট্যাম্পার প্রুফ অর্থাৎ হ্যাক হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। এতে থাকে সেফটি মোড, ফলে হ্যাক করার চেষ্টা হলে মেশিন কাজ করা বন্ধ করে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.