রাম মন্দির ম্যাজিক ফেল! অযোধ্যার ফৈজাবাদেই হার BJP-র

ODD বাংলা ডেস্ক: হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানে সামনে রেখে গত দুবারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিল উত্তরপ্রদেশ। কিন্তু ৪ জুনের ফলাফল সেই সব হিসেবকেই উলটে পালটে দিয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠার পর থেকেই প্রায় সকলেরই মনে হচ্ছিল যে তাহলে বোধহয় রামমন্দির এবং যোগী ম্যাজিক যৌথভাবে সেখানে রুখে দেবে অখিলেশদের ইন্ডিয়া জোটকে। কিন্তু ভোটগণনার মাঝপথেই অযোধ্যার কেন্দ্র ফৈজাবাদে বিজেপির ফলাফল কেড়ে নেয় সমস্ত লাইমলাইট।রামমন্দির ইস্যু যে কোনওভাবেই ভোট ফ্যাক্টর হয়নি ফৈজাবাদে তা পরিষ্কার হয়ে যায় ফলাফলে। ৩০ হাজার ভোটে বিজেপিকে হারিয়ে ফৈজাবাদে জিতে যান সমাজবাদী পার্টির প্রার্থী অক্ষয় যাদব। তবে শুধুমাত্র ফৈজাবাদেই নয়, গোটা উত্তরপ্রদেশেই ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.