জোড়া ঘূর্ণাবর্তের জের, কেমন থাকবে বাংলার আকাশ

ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে মে মাসের শেষ দিনে বর্ষা প্রবেশের পর থেকেই চলছে ভারী বৃষ্টি। তার জেরে কিছু জায়গায় নেমেছে ধস। আগামী সপ্তাহেও উত্তরের বেশিরভাগ জেলায় চলবে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহওয়া দফতর। দক্ষিণের কিছু জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু’টি ঘূর্ণাবর্ত এবং একটি অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটি পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর দিয়ে গিয়েছে। দু’টি ঘূর্ণাবর্তই সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পশ্চিম অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই তিনের প্রভাবেই রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.