বিপর্যয়ের পর সিকিমে ৪৮ ঘণ্টায় ১৫০ ফুট ঝুলন্ত সেতু নির্মাণ সেনার
ODD বাংলা ডেস্ক: সিকিমের একাধিক এলাকায় মেঘভাঙা বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম। একাধিক এলাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে তিস্তা নদী। অবিরাম বৃষ্টির জেরে কোথাও রাস্তা প্লাবিত হয়েছে রাস্তা কোথাও আবার ব্রিজ ভেঙে পড়েছে। উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি। উদ্ধারকাজ জারি রয়েছে। নিরাপদ আশ্রয় চলে যেতে বাধ্য হচ্ছেন উত্তর সিকিমের স্থানীয় বাসিন্দারা। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্য়ে সংযোগ স্থাপনের জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলেন ১৫০ ফুট লম্বা ফুটব্রিজ। খরস্রোতা নদীর উপর ওই ফুটব্রিজ তৈরি করা হয়েছে। ভারতীয় সেনা ত্রিশক্তি ফোর্সের ইঞ্জিনিয়ার জওয়ানরা প্রবল গতিতে বয়ে চলা পাহাড়ি নদীর উপর রুদ্ধশ্বাসে নির্মাণ করে ফেললেন ব্রিজ। একটু বেসামাল হয়েই সোজা নদীতে পড়ে গিয়ে মুহূর্তে ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল। জীবন বাজি রেখেই ব্রিজ নির্মাণ করল সেনা। নীচ দিয়ে প্রবল বেগে নদী বইছে। বন্যার জলে নদীর জল উপচে উঠেছে। খরস্রোতা নদীর উপর প্রাণে ঝুঁকি নিয়েই ব্রিজ তৈরি করতে হাত লাগালেন ভারতীয় সেনা জওয়ানরা। ভারতীয় সেনার ত্রিশক্তি বাহিনীর আধিকারিকদের ১৫০ ফুট লম্বা ওই ব্রিজ তৈরি করতে দেখা যায়। কার্যত দুই দড়ির উপর দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু তৈরি করেন সেনা-জওয়ানরা। ভিডিয়ো ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়।
Post a Comment