একের পর এক রেল দুর্ঘটনার পর কবচ নিয়ে বড় পদক্ষেপ, ডাকা হবে ৫০০০ কোটির টেন্ডার
ODD বাংলা ডেস্ক: বাড়তে থাকা রেল দুর্ঘটনার জের, দেশের ব্যস্ততম রেল রুটগুলির মধ্যে ১০ হাজার কিমি পথ জুড়ে কবচ স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে ৫ হাজার কোটির টেন্ডার ডাকতে চলেছে রেল। গত বছর ওড়িশার বালাসোরের কাছে প্রায় ২৯৬ জন নিহত হওয়ার পরও দেশে দুর্ঘটনা জারি রয়েছে। সম্প্রতি বাংলাতেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই আবহে কবচ ব্যবস্থা আরও দ্রুত ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে রেল।ওয়াকিবহাল মহল সূত্রে খবর, ভারতীয় রেল আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৫ হাজার কিলোমিটার জুড়ে কবচ ব্যবস্থা কার্যকর করার জন্য দুটি পৃথক দরপত্র প্রকাশের পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই ৬ হাজার কিমি রেলপথে কবচ ইনস্টল করার রূপরেখআ তৈরি হয়ে গিয়েছে। এদিকে আরও ৪ হাজার কিমি পথ জুড়ে কবচ বসানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
Post a Comment