নির্জলা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ, জানেন কি

ODD বাংলা ডেস্ক: পঞ্জিকামতে জুন মাসে শুরু হয়ে গিয়েছে ২০২৪ এর নির্জলা একাদশীর তিথি। ১৭ জুন ভোররাত থেকেই তিথি পড়ে গিয়েছে।চলতি বছরে নির্জলা একাদশী ১৭ জুন ভোররাত ৪.৪২ মিনিট থেকে শুরু হয়েছে। আর সেই তিথি শেষ হবে ১৮ জুন ভোরবেলা ৬ টা ২৩ মিনিটে। এরফলে উদয়া তিথি অনুসারে নির্জলা একাদশীর তিথি ১৮ জুন পালিত হবে। সেই দিনই ব্রত রাখার কথা বলছে শাস্ত্র। একাধিক শুভ যোগ এই তিথিতে তৈরি হচ্ছে- ত্রিপুষ্কর যোগ, শিবযোগ, স্বাতী নক্ষত্র তৈরি হচ্ছে এই শুভ তিথিতে। এইদিন ব্রতপালন করে থাকেন ধর্মপ্রাণ মানুষেরা ৷ নির্জলা একাদশীতে নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে ৷ এইবারের নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে ৷ ত্রিপুষ্কর রাজযোগ, শিবযোগ ও স্বাতী নক্ষত্রের সংযোগ তৈরি হতে চলেছে।নির্জলা একাদশীর ফলে সর্বার্থ সিদ্ধিযোগ, রবিযোগ ও অমৃত সিদ্ধিযোগ তৈরি হতে চলেছে ৷ এরফলেই শ্রীবিষ্ণুর কৃপায় জীবন ধন্য হতে চলেছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.