শাসক-বিরোধী-কে না-পসন্দ! বাংলায় নোটায় ভোট ৫ লক্ষের বেশি
ODD বাংলা ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দীতে বাংলায় বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। আর এই আবহে দেখা গেল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশে এবং বাংলায় লক্ষাধিক মানুষ কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেননি। দেশের নিরিখে সংখ্যা ৬২ লক্ষের বেশি। আর বাংলার ক্ষেত্রে সেটা পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রমাণ করেছে বাংলার মানুষ দিদির গ্যারেন্টিতেই ভরসা রাখছেন। এখানে মোদীর গ্যারেন্টি বা ম্যাজিক কোনওটিই কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দীতে বাংলায় বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। আর এই আবহে দেখা গেল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দেশে এবং বাংলায় লক্ষাধিক মানুষ কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দেননি। দেশের নিরিখে সেই সংখ্যা ৬২ লক্ষের বেশি। আর বাংলার ক্ষেত্রে সেটা পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে বিজেপি ৩৬.৬৭ শতাংশ ভোট এবং বাংলায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৫.৭৮ শতাংশ ভোট।আগেও কয়েকটি নির্বাচনে ‘নান অব দ্য অ্যাবভ’ (নোটা) বোতাম ভেলকি দেখিয়েছে। এবারের লোকসভা নির্বাচনে বাংলায় মোট যত ভোট পড়েছে তার মধ্যে পাঁচ লক্ষের বেশি ভোট পেয়েছে নোটা। ‘নোটা’ বোতামে ভোট দিয়েছেন ৫ লক্ষ ১৪ হাজার ৬২৯ জন ভোটার। যা হচ্ছে শতাংশের হিসাবে ০.৮৭ শতাংশ।বাংলায় যাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেননি তাঁরা বাম–কংগ্রেস ও বিজেপিকেও দেয়নি। সুতরাং এখানে প্রার্থী এবং সব রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়েছে বিপুল মানুষের ভোট। এখানে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ‘নোটা’ বোতামে ভোট পড়েছে বাঁকুড়ায় ২৬ হাজার ২০৯টি। সর্বনিম্ন মালদা দক্ষিণে ২৭৯৭টি।
Post a Comment