BMW দিয়ে যুবককে পিষে দিলেন সাংসদ-কন্যা, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিন
ODD বাংলা ডেস্ক: পুনে পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে ফের একইরকম দুর্ঘটনা। সোমবার চেন্নাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনার নেপথ্যে সাংসদ-কন্যা। চেন্নাইয়ের বেসান্ত নগরের ফুটপাতে শুয়ে থাকা এক যুবককে পিষে দিল YSR কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ায়ের মেয়ে মাধুরী চৌধুরীর BMW গাড়ি। জানা গিয়েছে গাড়ি চালাচ্ছিলেন সাংসদ-কন্যাই। সোমবার রাতে ঘটে দুর্ঘটনা। প্রথমে চেন্নাই পুলিশের তরফে সাংসদের মেয়ে মাধুরীকে গ্রেফতার করা হলেও মঙ্গলবার রাতে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। এরপরেই কড়া সমালোচনার মুখে YSR কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও স্থানীয় পুলিশ প্রশাসন।জানা গিয়েছে, ফুটপাথে শুয়ে ছিলেন পেশায় রঙের মিস্ত্রি বছর ২৪-এর সূর্য। সোমবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় ফুটপাথে শুয়ে ছিলেন। রাতের দিকেই হঠাৎই মাধুরী তাঁর BMW গাড়ি নিয়ে উঠে যান ফুটপাথের উপর। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয় সূর্যর। গাড়িতে সাংসদের মেয়ে ছাড়াও তাঁর এক বান্ধবী ছিলেন। তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কিনা তা জানা যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা খবর দেন পুলিশে। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় গ্রেফতার করা হয় মাধুরীকে। তবে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে তিনি জামিন পেয়ে যান।
Post a Comment