বিরল স্নায়বিক রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, হারালেন শ্রবণশক্তি!

ODD বাংলা ডেস্ক: বিরল স্নায়ুর রোগে আক্রান্ত বলিউডের বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। এর ফলে কানে শোনার ক্ষমতা কমে গিয়েছে তাঁর। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। বলেছেন, এই জন্যই গত কয়েকদিন ধরে তিনি নিজেকে আড়ালে রেখেছেন। ৫৪ বছর বয়সি অলকা ইয়াগনিক শেষ গান গেয়েছেন 'ক্রু' এবং 'অমর সিং চমকিলা' ছবিতে। এর পরে তেমন দেখা যায়নি তাঁকে। সোমবার তিনি নিজের একটি ছবি শেয়ার করে একথা লেখেন। তার সঙ্গে সঙ্গেই পোস্টে আছড়ে পড়ে কমেন্টের বন্যা। তাঁর সুস্থতা কামনা করেন সকলে। অনেকেই অবাক হয়ে যান। কেউ কেউ আবার গায়িকাকে পরামর্শ দিয়েছেন, বিশ্রাম নেওয়ার জন্য। অলকা জানান, ''আমি কয়েক সপ্তাহ আগে একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখনই হঠাৎ কানে কিছু শুনতে পাচ্ছিলাম না। অনেকেই জানতে চায়, কেন আমায় সেভাবে দেখা যাচ্ছে না। আসলে এটা একটা ভাইরাল সংক্রমণ, যে কারণে বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। এই জন্যই শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। আমার অজান্তেই এত আকস্মিক একটা সমস্যা দেখা দিয়েছে শরীরে। আমি চেষ্টা করছি এটি মানিয়ে নেওয়ার। আমার জন্য আপনারা প্রার্থনা করবেন।’সেই সঙ্গেই অলকা সতর্ক করেন, খুব জোরে মিউজিক শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি লেখেন, 'আমার প্রফেশনাল জীবনের এই বিপদটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার বিশ্বাস, আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি শীঘ্রই আবার কাজে ফিরব।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.