৭লক্ষ ভোটের ব্যবধানে জয়, বাংলার ইতিহাসে রেকর্ড গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ODD বাংলা ডেস্ক: দেশের মধ্যে রেকর্ড ব্যবধানে জিতলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর প্রাপ্ত ভোট ১০ লক্ষ ২৮ হাজার ৫৭। ব্যবধান প্রায় ৭ লক্ষের বেশি। ২০০৪ সালে আরামবাগ কেন্দ্র থেকে বাম নেতা অনিল বসু লড়েছিলেন। তিনি জিতেছিলেন ৫ লক্ষ ৯২ হাজার ভোটের মার্জিনে। তবে অভিষেক সেসব ভাঙার পথেই ছুটছেন বলে মত রাজনৈতিক মহলের।২০১৪ সালে প্রথম সাংসদ হন অভিষেক। যদিও তাঁর রাজনৈতিক যাত্রা শুরু ২০১৪ সালেরও বছর তিনেক আগে, ২০১১ সালে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০১১ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। ৩৪ বছরের বাম শাসন বদলের বছর। সে বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নামতে দেখা গিয়েছিল অভিষেককে। ২০১১ থেকে ২০২৪— রাজনীতিতে এসেছেন, যুবনেতা থেকে নেতা হয়ে দলের অন্যতম মস্তিষ্ক হয়েছেন, ধর্নায় বসেছেন, সমালোচনায় বিদ্ধ হয়েছেন, ঘুরেও দাঁড়িয়েছেন। ৩৬ বছর বয়সি অভিষেকের তুলনা ইদানীং করা হয় রাজ্যের পোড়খাওয়া রাজনীতিবিদদের সঙ্গে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.