জুনের মাঝামাঝিতেও বাংলায় প্রবেশ করেনি বর্ষা! কী বলছে হাওয়া অফিস?
ODD বাংলা ডেস্ক: জুন মাসের ১৭ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও বঙ্গে প্রবেশ করেনি বর্ষা। ফলে সকলেরই প্রশ্ন, কবে বাংলায় ঢুকবে বর্ষা। উত্তর দিল হাওয়া অফিস। আগামী ২-৩ দিনে বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, ৩১ মে থেকে ইসলামপুরে আটকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যা এবার গতি পাবে। এর ফলে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২০ জুন অর্থাৎ বৃহস্পতিবারের পর ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তি বজায় থাকবে। বিকেলের পর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পরে ঝোড়ো হাওয়া। কলকাতায় বৃষ্টি না হলেও মেঘলা থাকবে আকাশ।জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচদিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।
Post a Comment