দক্ষিণে ভ্যাপসা গরম, ৮ জেলায় চরম অস্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। তার প্রভাবে চলছে ভারী বৃষ্টি। সঙ্গে বজায় রয়েছে দমকা হাওয়া দাপটও। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ বিপরীত। সপ্তাহান্তে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বাংলার ৮টি জেলায় চরম গরম এবং অস্বস্তি বজায় থাকবে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৩১ মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা থমকে রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান। আগামী ৩-৪ দিন তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়ে ঢুকবে মৌসুমী বায়ু। আপাতত ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, অসম এবং তামিলনাড়ুতে। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
Post a Comment