বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে ঘূর্ণাবর্ত! অতিভারী বৃষ্টি সতর্কতা জেলায় জেলায়!
ODD বাংলা ডেস্ক: একদিকে সক্রিয় মৌসুমী বায়ু, অন্যদিকে একের পর এক ঘূর্ণাবর্তের ঘনঘটা। আবহাওয়ার ট্যুইস্ট আর টার্ন চলছে দুই বঙ্গজুড়ে। একদিকে অতি ভারী বৃষ্টি কাঁপাচ্ছে,লাগাতার বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরের হাল। অন্যদিকে, দক্ষিণে চলছে মেঘময় আকাশ আর টাপুর-টুপুর বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ভারী ঝড়জল। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? এবার বড় আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।সর্বশেষ রিপোর্ট বলছে, অতিভারী বৃষ্টির ধাক্কা আরও কিছুটা সহ্য করতে হবে উত্তরবঙ্গের জেলাগুলিকে। উত্তরবঙ্গে বর্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত।দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত নিবিড় বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে রবিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে।
Post a Comment