ধসের জেরে বন্ধ বিকল্প রুটও, বিচ্ছিন্ন সিকিম! ঘুরপথে বাড়তি টাকা লাগছে পর্যটকদের
ODD বাংলা ডেস্ক: নাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে কালিম্পং, সিকিম যেতে সমস্যায় পড়ছেন পর্যটকরা। রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। তাই বন্ধ রাখা হয়েছে গোসখালাইন হয়ে আলগাড়া-লাভা রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের বিকল্প রুট হিসেবে এতোদিন আলগাড়-লাভা হয়েই ঘুরপথে সিকিমে যাতায়াত চলছিল। বৃহস্পতিবার সেই বিকল্প রুটটিও বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। ফলে সিকিম কার্যত দেশের মূল ভূখণ্ড থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধসের কারণে মংপং, গরুবাথান, আলগাড়াও ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের তরফে বৃহস্পতিবার জানানো হয় যে, সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাতায়াতের বিকল্প পথটি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অবিলম্বে রাস্তাটি মেরামত করা দরকার। সেই জন্যই রাস্তাটি রাখা হয়েছে।
Post a Comment