জেল থেকে বেরিয়ে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ হেমন্ত সোরেনের
ODD বাংলা ডেস্ক: আগেই ঘোষণা করা হয়েছিল আগামী রবিবার তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে তার আগেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। এদিন রাজভবনে বাবা শিবু সোরেনের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ পাঠ করলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে। বুধবার রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার আমন্ত্রণ জানান হেমন্ত সোরেনকে। তারপরই দলের তরফে জানানো হয় যে রবিবার হেমন্তের নেতৃত্বে নতুন জোট সরকার শপথ নেবে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আরজেডি নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে যান হেমন্ত সোরেন। তারপর দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের পরই জানানো হয়ে বৃহস্পতিবার বিকেলেই শপথ নেবেন শিবু সোরেন পুত্র হেমন্ত।
Post a Comment