সবাইকে আর চিনতে পারছেন না মুকুল রায়, কেমন আছেন তিনি
ODD বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরেই অসুস্থ মুকুল রায়। কেমন আছেন তিনি? সূত্রের খবর, তাঁর সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে। আপাতত তাঁকে পর্যবেক্ষণের মধ্য়ে রাখা হয়েছে। আপাতত তিনি সকলকে চিনতে পারছেন না। ভালো করে কথা বলতে পারছেন না। সেক্ষেত্রে মুকুল রায় পুরোপুরি কবে সুস্থ হয়ে উঠবেন তা এখনই বলা যাচ্ছে না। বিভিন্ন মহলের তরফে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। তবে যেটা জানা গিয়েছে মুকুল রায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু এর আগে বলেছিলেন, ‘বাবা কাঁচরাপাড়ার বাড়িতে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন। মাথায় আঘাত রয়েছে। তিনি বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপরই আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম।’ পরিবারের তরফে আরও জানানো হয়েছে যে রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল। এরপর ১১টার দিকে কলকাতার ফুলবাগানের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মুকুল রায়কে।
Post a Comment