শনিবারও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে!

ODD বাংলা ডেস্ক:লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে। বৃষ্টিতে কার্যত জনজীবন ব্যাহত উত্তরবঙ্গের মানুষের। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গেও এদিন থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গে। বৃষ্টিতে কার্যত জনজীবন ব্যাহত উত্তরবঙ্গের মানুষের। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গেও এদিন থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার বিকেলের পর থেকে এবং সোমবার থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার সন্ধ্যার পর থেকে ক্রমশ কমতে থাকবে বৃষ্টি। ১৭ জুলাই আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.