মাসের শুরুতেই স্বস্তি! কলকাতায় কমল গ্যাসের দাম
ODD বাংলা ডেস্ক: ১ জুলাই মুদ্রাস্ফীতি নিয়ে স্বস্তির বার্তা। গ্য়াসের দাম নিয়ে কিছুটা স্বস্তি পেতে চলেছে হোটেল ও রেস্তোরাঁ মালিকেরা। কারণ, জুলাই মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলো। মোদী সরকারের তৃতীয় মেয়াদ শুরু হওয়ার পর এলপিজির হারে এই প্রথম পরিবর্তন। আর প্রথম বদলেই কমানো হল গ্যাস সিলিন্ডারের দাম। তবে গার্হস্থ্য সিলিন্ডার নয়, বরং দাম কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।১ জুলাই থেকে কলকাতায় ৩১ টাকা কমানো হল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে প্রতি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ টাকা সস্তা করা হয়েছে। এছাড়াও, মুম্বই ও চেন্নাইতেও গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা করে কমানো হয়েছে।১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার পর কলকাতায় এই সিলিন্ডারের নয়া রেট রয়েছে ১৭৫৬ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম রয়েছে ১৫৯৮ টাকা, নয়া দিল্লিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬৪৬ টাকা দরে ও চেন্নাইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম রয়েছে ১৮০৯.৫০ টাকা।
Post a Comment