রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বর্ষণ আরও বৃদ্ধির পূর্বাভাস
ODD বাংলা ডেস্ক: পূর্বাভাস ছিলই, আর সেই মতোই দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে বৃষ্টি। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা ও বিভিন্ন জেলায়। সকালেও অব্যাহত বৃষ্টি। কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। যদিও মৌসম ভবন অবশ্য জানাচ্ছে আগামী ২৫ জুলাই পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কমই হবে বৃষ্টি। তারপরের দুই সপ্তাহে স্বাভাবিক বা তার চেয়েও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। হাওয়া অফিস বলছে শুক্র এবং শনিবার ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে। এরপর রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
Post a Comment