IPC অতীত! আজ থেকে দণ্ড সংহিতা, দেশে চালু নয়া আইন ব্যবস্থা

ODD বাংলা ডেস্ক: গত ক’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে খুনের বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। রবিবার পর্যন্ত এই সব ঘটনায় পুলিশ মামলা করেছে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০২ ধারায়। কিন্তু আজ, সোমবার থেকে তা বদলে যাচ্ছে। এরকম ঘটনায় মামলা হবে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৩ (২) ধারায়।বধূ নির্যাতনের ক্ষেত্রে এত দিন IPC ৪৯৮এ অভিযোগ করা হতো, ধর্ষণ বা গণধর্ষণের ক্ষেত্রে IPC ৩৭৬-এর বিভিন্ন সাব সেকশনে, বদলে গেল তাও। রবিবার মাঝরাতের পর থেকে এই সবই বদলে যাচ্ছে। কারণ, আজ থেকে দেশজুড়ে বলবৎ হলো নতুন তিনটি ফৌজদারি আইন — ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA)। বিলোপ হলো IPC 1860, CrPC 1973 ও Indian Evidence Act, 1872। যদিও এই তিনটি আইন যাতে আজ থেকে বলবৎ না হয়, সেজন্য দেশের শীর্ষ আদালতে মামলা পেন্ডিং আছে। তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী দলগুলো আগেই এগুলো লাগু করার বিরোধিতা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দণ্ড সংহিতা বলবৎ করার তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন। নয়া আইন প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন আইনজীবীরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.