সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার! ঘোষণা অর্থমন্ত্রীর

ODD বাংলা ডেস্ক: মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা লেন্স-সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এ দিন কেন্দ্রীয় বাজেটে 20 শতাংশ থেকে আমদানি শুল্ক 15 শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। মোবাইল ফোন প্রিন্টেড সার্কিট বোর্ড সংক্রান্ত পণ্যের দাম কমতে চলেছে দেশে। শুধু আমদানি শুল্ক কমানো নয়, পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক স্কিমের উপরও জোর দিয়েছে সরকার।ইতিমধ্যে মেড-ইন-ইন্ডিয়ার অভিযানের অধীনে বিশ্বের একাধিক দেশে স্মার্টফোন রফতানি শুরু করেছে সংস্থাগুলি। তার সঙ্গে নামী ব্র্যান্ডগুলি যাতে দেশে মোবাইল ফোন উৎপাদনে উৎসাহ পায় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, দেশে মোবাইল ফোন ছাড়াও, চার্জার, অ্যাড্যাপটার, ব্যাটারি কভার, ব্যাক কভার, ক্যামেরা লেন্সের দাম কমেছে। এর উপর এতদিন 20 শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হত, যা কমিয়ে এ দিন 15 শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.