কলকাতায় হঠাৎ দাম বাড়ল পেট্রল-ডিজেলের!
ODD বাংলা ডেস্ক: ১০৯ দিন পর কলকাতায় অবশেষে পেট্রল ও ডিজেলের দামে বদল। তবে জ্বালানির দামের এই পরিবর্তন আমজনতার জন্য মোটেই সুসংবাদ নয়। বরং উলটোটা। ৩ মাস ১৮ দিন পর কলকাতায় বেড়ে গিয়েছে জ্বালানির দাম। ১ জুলাই থেকে শহরে লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ১.০১ টাকা ও ডিজেলের প্রতি লিটারের দাম বাড়ল ১.০২ টাকা। এই দাম বৃদ্ধির আগে পর্যন্ত কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম ছিল ১০৩.৯৩ টাকা ও ডিজেলের প্রতি লিটারের রেট ছিল ৯০.৭৪ টাকা। কিন্তু দাম বৃদ্ধির পর কলকাতায় প্রতি লিটার পেট্রল কিনতে দিতে হবে ১০৪.৯৫ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে হল ৯১.৭৬ টাকা। ওদিকে আন্তর্জাতিক বাজারেও কিন্তু অপরিশোধিত তেলের দামে ওঠানামা রয়েছে। রবিবারেই আন্তর্জাতিক বাজারে WTI ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৭ডলার পার করে গিয়েছিল। এদিন আবার সেই দাম ৮৫ ডলারে নেমে এসেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রয়েছে ৮১.৮৬ডলার।
Post a Comment