এবার পুরী মন্দিরে নবযৌবন দর্শন হবে না
ODD বাংলা ডেস্ক: পুরীর মন্দিরের প্রাচীন রীতি অনুযায়ী, স্নানযাত্রার পরে ১৫ দিন ধরে জ্বরে অসুস্থতার লীলা সম্পন্ন করেন জগন্নাথদেব। এর দু’দিন বাদে রথযাত্রা। মাঝে মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব ও নব যৌবন উৎসব। অসুস্থতার লীলা শেষে নব যৌবন বেশে শ্রী মন্দিরের রত্নবেদীতেই ভক্তের মুখোমুখি হন প্রভু জগন্নাথ। পুরীর মন্দিরের এই চিরাচরিত রীতিতে এ বছর ব্যত্যয় ঘটেছে।মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য মাধব পূজাপান্ডা বলেন, “তিথির ফেরে এ বার একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। স্নানযাত্রার ১৫ দিন বাদেই আষাঢ়ের শুক্লা দ্বাদশী বা রথযাত্রার তিথি ফলে সেবাযেতরা একযোগে ঠিক করেছেন এ বছর আর মন্দিরে ঢুকে ভক্তেরা প্রভুর নব যৌবন বেশ দর্শন করবেন না।জগন্নাথদেবের পহুন্ডি বিজে বা রথে আরোহণের অনুষ্ঠান দেখার টিকিটও বিক্রি করা হবে না।”
Post a Comment