'দুঃখিত', চূড়ান্ত ফলপ্রকাশের আগেই হার স্বীকার ঋষি সুনকের

ODD বাংলা ডেস্ক: চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই হার স্বীকার ঋষি সুনকের। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ১০টার আগেই ম্যাজিক ফিগার পেরিয়ে যায় ব্রিটেনের লেবার পার্টি। বিপুল জনসমর্থন নিয়ে সেখানে ক্ষমতায় আসতে চলেছেন কিয়ার স্টার্মার। এদিন ফলপ্রকাশের আগেই ঋষি সুনক বলেন, 'আই অ্যাম সরি (আমি দুঃখিত)। এই নির্বাচনে জিতে গিয়েছে লেবাররাই।' একইসঙ্গে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলা কিয়ার স্টার্মারকে অভিনন্দনও জানান তিনি। পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই কনজারভেটিভদের হার কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে এদিন। ফলে হার স্বীকার করে নেন সুনকও। নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড এবং নর্থঅ্যালার্টনে নিজের আসনটি অবশ্য ধরে রেখেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নারায়ণ মূর্তির জামাই বলেন, 'আমি ক্ষমাপ্রার্থী। এই নির্বাচনে জয়ী লেবার পার্টি। এই ভরাডুবির পুরো দায়িত্ব আমি নিচ্ছি। ফলাফল খুবই দুঃখজনক।' সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কিয়ার স্টার্মারের দল ৩২৬ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। সুনকের কনজারভেটিভ পার্টি জিতেছে মাত্র ৬০টি আসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.