নেপালের কাঠমান্ডুতে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, চলছে উদ্ধারের কাজ

ODD বাংলা ডেস্ক: ফের আবার নেপালে বিমান দুর্ঘটনা। সূর্য এয়ারলাইনসের একটি বিমান কাঠমান্ডু বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত ১৯ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুন ধরে যায় ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জনকে নিয়ে যাত্রা শুরু করা ওই বিমানটিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানটি। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ।


বুধবার সকালে যখন ওই বিমানটি যাত্রা শুরু করে তখন আবহাওয়া খারাপ ছিল। ‘টেক অফ’-এর খানিক ক্ষণ পরেই আগুন ধরে যায় যাত্রিবাহী বিমানটিতে। সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন টিআইএ-এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছিল। তাতে বিমানে থাকা বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গিয়েছে বিমানচালককেও। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলকর্মী এবং পুলিশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.