বিজেপির ডাকা ধর্মঘটের প্রভাব রেল পরিষেবায়, বিধায়কদের নেতৃত্বেই ট্রেন অবরোধ
ODD বাংলা ডেস্ক: আর জি কর ইস্যুতে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে’র ডাকা নবান্ন অভিযান আটকাতে পুলিশের অত্যাচারের অভিযোগ। মঙ্গলবার সেই অভিযান শেষ হতে না হতেই বুধবার ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। সকাল থেকেই পথে নেমে সেই বন্ধ সফল করতে তৎপর দলের নেতা, কর্মী, সমর্থকরা। তার জন্য সবচেয়ে প্রভাব পড়ল রেল পরিষেবায়। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়ল রেল পরিষেবায়। বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টেশনগুলিতে ট্রেন অবরোধের খবর মিলল। এমনকী মেট্রো স্টেশনেরও গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন অবরোধকারীরা, এমনও অভিযোগ। ধর্মঘট সফল করতে কয়েকটি জায়গায় বিজেপি বিধায়করা পথে নেমে পড়েছেন। মুর্শিদাবাদে গৌরীশংকর ঘোষ, কল্যাণীতে অশোক কীর্তনীয়াদের নেতৃত্বে রেল অবরোধ চলছে। এর জেরে কাজে বেরিয়ে চরম বিপাকে নিত্যযাত্রীরা। চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। তবে প্রত্যেক জায়গা থেকেই অবরোধ হঠিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে অত্যন্ত তৎপর পুলিশ।
Post a Comment