RG Kar কাণ্ডে বড় মোড়! তড়িঘড়ি পোড়ানো হয় নির্যাতিতার দেহ?
ODD বাংলা ডেস্ক: আরজি করের ঘটনার পর একাধিক তত্ত্ব সামনে আসে। সেখানে দাবি উঠেছিল, তড়িঘড়ি দেহ সৎকার করা হয়। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন শ্মশান ম্যানেজার ভোলানাথ পাত্র। তিনি বলেন, 'ওই দিন খবরটা জানার পর মন কেঁপে উঠেছিল। তরুণীর দেহ সৎকারের জন্য এখানে আনা হয়। তবে তার আগে দুই জনের দেহ ছিল। আমরা চেয়েছিলাম ওই তরুণীর পরিবারকে যেন অপেক্ষা করতে না হয়। সেই জন্য আগে রেজিস্ট্রার করা দুই পরিবারকে অনুরোধ করেছিলাম। তাঁরাও রাজি হয়ে যান।'ভোলানাথ আরও বলেন, ‘সেই সময় আমি ওঁর মাকে দেখেছিলাম। কেন দু’জনের আগে মেয়েকে দাহ করা হয় তখন এই নিয়ে কোনও প্রশ্ন তিনি করেননি। আমরা চেয়েছিলাম ওঁর পরিবারকে আগে ছেড়ে দিতে। মানসিকভাবে তাঁদের সাহায্য করতে চেয়েছিলাম। সেই সময় শ্মশানের বাইরেও অনেক ভিড় হয়েছিল। যদিও তা পুলিশ সামাল দেয়।’ দাহকাজ প্রসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে এই প্রসঙ্গে তাঁদের কোনও যোগাযোগ হয়নি বলেই দাবি করেছেন তিনি। ভোলানাথ পাত্রের দাবি অনুযায়ী, মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করেই সামনে থাকা দুই জনের আগে তরুণীকে দাহ করার সুযোগ দেওয়া হয়েছিল। ভোলানাথ আরও বলেন, ‘আমিও আরজি করের ঘটনায় ন্যায় বিচার চাইছি। প্রত্যেক মানুষ চাইছেন এই ঘটনার দ্রুত বিচার হোক। দোষীরা শাস্তি পাক।’
Post a Comment