বিয়েই যদি বৈধতা হারায় তাহলে আর খোরপোশ কেন? সুপ্রিম শুনানি
ODD বাংলা ডেস্ক: যখন বিয়েটাই অবৈধ ঘোষিত, তখন হিন্দু ম্যারেজ অ্যাক্টের ২৪ ও ২৫ ধারায় খোরপোশের মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা, এ বিষয়ে বিশেষ বেঞ্চে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আদালতের পরস্পরবিরোধী নির্দেশের প্রেক্ষিতেই বৃহত্তর বেঞ্চে বিষয়টি শুনানির সুপারিশ করেছে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি পিবি ভারালের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে বিষয়টি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পেশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি নাথ ও বিচারপতি ভারালের বেঞ্চ। মাস্টার অফ রস্টার হিসেবে প্রধান বিচারপতিই বিশেষ (অন্তত তিন বিচারপতির) বেঞ্চ চূড়ান্ত করবেন।সুখদেব সিং বনাম সুখবীর কাউর মামলায় দু’পক্ষের আইনজীবীই মেনে নেন, বিয়েটাই যেখানে কোনও ভাবে অবৈধ ঘোষিত হয়েছে সেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্টের ২৪ ও ২৫ ধারায় খোরপোশের দাবি গ্রাহ্য হতে পারে কিনা, সে নিয়ে বিতর্ক আছে। বৃহত্তর বেঞ্চেই শুনানি হওয়া উচিত।
Post a Comment