বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে প্যারিসে রয়েছেন। কিন্তু এই সফরে তাঁর সঙ্গে নেই স্বামী রণবীর সিং। ফলে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। দীপিকা প্যারিসে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্যাশন ইভেন্টে অংশ নিতে গিয়েছেন বলে জানা যাচ্ছে।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দীপিকার প্যারিস ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও। কখনও তাঁকে বিমানবন্দরে দেখা গেছে, আবার কখনও প্যারিসের রাস্তায় হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে। তবে এই পুরো সফরে রণবীরের অনুপস্থিতি নেটিজেনদের নজর এড়ায়নি।
তবে শুধু এই সফরই নয়, গত কয়েক মাস ধরেই দীপিকা ও রণবীরকে একসঙ্গে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি, যাঁদের ভালোবাসার রসায়ন ছিল নজরকাড়া, তাঁদের মধ্যে কি তবে দূরত্ব তৈরি হয়েছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
তবে ঘনিষ্ঠ মহলের দাবি, দীপিকা পেশাগত কারণেই প্যারিস গিয়েছেন। আর রণবীর সিং বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে। ফলে ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা নেই বলেই মনে করছেন তাঁদের ঘনিষ্ঠরা।
উল্লেখ্য, রণবীর-দীপিকার প্রেম শুরু হয় 'গোলিয়োঁ কি রাসলীলা: রামলীলা' ছবির সেটে। বহু বছর প্রেমের পর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। সেই থেকে একে অপরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।
তবে এই সফরকে ঘিরে যে গুঞ্জন শুরু হয়েছে, তা থামাতে এখনও মুখ খোলেননি দীপিকা বা রণবীর কেউই।
Post a Comment