কাবায়ান মমি (Fire Mummies) : মমি বানানোর জন্য মৃত্যুর আগে থেকেই আগুনে পোড়ানো হত মানুষকে?

 


বিশ্বে মমির কথা বলতেই সবার আগে মনে পড়ে মিশরের কথা। কিন্তু, মিশর ছাড়াও পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে মমির ইতিহাস। তেমনই এক বিস্ময়কর স্থান ফিলিপিন্সের কাবায়ান (Kabayan)। এখানে পাহাড়ের গুহায় আজও সংরক্ষিত রয়েছে শত শত বছর পুরনো মমি, যাদের বলা হয় "ফায়ার মমি" (Fire Mummies)।

মমি তৈরির পদ্ধতি

বিশ্বের অন্যান্য স্থানে যেখানে রাসায়নিক প্রক্রিয়া বা জলবায়ুর কারণে মমি সংরক্ষিত থাকে, সেখানে কাবায়ান মমি তৈরি করা হত সম্পূর্ণ ভিন্ন এক রীতিতে। মৃত্যুর পর মৃতদেহকে ধুয়ে, শুকিয়ে বিশেষ ধরনের আগুনে ধোঁয়া দিয়ে মমি বানানো হত। গাছের নির্যাস, ধোঁয়ার মাধ্যমে দেহ শুকিয়ে কাবায়ান মমি প্রস্তুত করা হত। শরীরের সমস্ত জল শোষণ করে নেওয়া হত যাতে পচন না ধরে। এমনকি, জীবনের শেষ দিনগুলোতে ব্যক্তি নিজেই নিজের শরীর শুকিয়ে নেওয়ার জন্য বিশেষ ধরনের খাবার গ্রহণ করতেন।



ইতিহাসের সাক্ষী

বিশ্বাস করা হয়, ইবালয়ান উপজাতিরা (Ibaloi Tribe) ২০০০ থেকে ২৫০০ বছর আগে এই মমি সংরক্ষণের রীতি শুরু করেছিলেন। এই মমিগুলো শুধু মৃতদেহ নয়, বরং তাদের সমাজ, সংস্কৃতি, এবং আধ্যাত্মিক বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি মমির সঙ্গে থাকে নানা ধরনের অলংকার, অস্ত্র, পাত্র, যা মৃত ব্যক্তির মর্যাদা এবং জীবনের কথা বলে।

বিপদের মুখে কাবায়ান মমি

দুঃখের বিষয়, আজ এই ঐতিহাসিক মমিগুলি নানা বিপদের সম্মুখীন। চোরাচালান, পর্যটকদের অসচেতনতা, এবং প্রাকৃতিক ক্ষয় এই মমিদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। অনেক মমি ইতিমধ্যেই চুরি হয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছে। ফিলিপিন্স সরকার ও স্থানীয় অধিবাসীরা মিলে এখন এই ঐতিহ্য রক্ষার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন।



বিশ্ব ঐতিহ্যের অংশ

ইউনেস্কো ইতিমধ্যেই কাবায়ান মমিদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। এশিয়ার অন্যতম প্রাচীন এই মমি সংস্কৃতি শুধু ফিলিপিন্স নয়, গোটা বিশ্বের ইতিহাসের এক অমূল্য সম্পদ।

কাবায়ানের মমি শুধু ইতিহাসের গল্প নয়, বরং এক হারিয়ে যাওয়া সভ্যতার জীবন্ত নিদর্শন। 

This is a Bengali language article about the Kabayan mummies of Philippines, popularly known as fire mummies. The article traced the history of these mummies and their impact on the local culture. Necessary references are mentioned below.

References
• Carascal,, M. B., Fontanilla, I. K. C., De Ungria, M. C. A. (2021). The Ibaloi fire mummies: the art and science of mummification in the Philippines, Anthropological Science: 129 (2): 197-202.
• Beckett, R.G. (2021). Fire Mummies of the Kabayan Region of Benguet Province, Luzon, the Philippines. In: Shin, D.H., Bianucci, R. (eds) The Handbook of Mummy Studies. Springer, Singapore.
• Xander, T. D. (2023). The Ibaloi Fire Mummies of Kabayan, Benguet: The Art and Science of Extinct Mummification. A Research Report submitted to the faculty of the Pines Montessori School.
• Beckett, Ronald G; Conlogue, Gerald J; Abinion, Orlando V; Salvador-Amores, Analyn; Piombino-Mascali, Dario (2017).Human mummification practices among the Ibaloy of Kabayan, North Luzon, the Philippines.Papers on Anthropology; Tartu Vol. 26, Iss. 2, (): 24-37.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.