ডেরিভেটিভস পোর্টফোলিওতে গুরুতর অনিয়ম সামনে আসতেই ধস নামলো দেশের নামী বেসরকারি ব্যাঙ্ক ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে। বুধবার শেয়ার বাজার খোলার পর থেকেই ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ শুরু হয়। দিনের শেষে প্রায় ২০ শতাংশ দাম পড়ে যায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের।
শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ডেরিভেটিভস ব্যবসা নিয়ে কিছু গুরুতর অসঙ্গতি (discrepancies) ধরা পড়েছে। যা মূলত ব্যাঙ্কের আর্থিক ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণ নীতির প্রশ্ন তুলে দিয়েছে। এর জেরে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, ব্যাঙ্কের ট্রেজারি বিভাগের ডেরিভেটিভস পোর্টফোলিওতে বড়সড় লোকসানের ইঙ্গিত মিলেছে। এছাড়া, ব্যাঙ্কের কিছু প্রোমোটার সংস্থাও শেয়ার বিক্রি করেছে বলে সূত্রের খবর, যা বিনিয়োগকারীদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে ব্যাঙ্কের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হচ্ছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, ব্যাঙ্ক যদি দ্রুতভাবে নিরপেক্ষ অডিট করে রিপোর্ট প্রকাশ করে, তাহলে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব।
উল্লেখ্য, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারের এই ধস গোটা ব্যাংকিং সেক্টরে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আপাতত বিনিয়োগকারীরা ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছেন।
#বাংলাখবর #ব্যাঙ্কিং #চুরি
Post a Comment