Kedarnath: অহিন্দু হলে আর প্রবেশ করা যাবে না কেদারনাথে?

উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে 'অ-হিন্দু' দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়ে বড়সড় বিতর্ক তৈরি করলেন রাজ্যের এক বিজেপি বিধায়ক। কেদারনাথের বিধায়ক শৈলরানি রাওয়াত সম্প্রতি এক সভায় জানান, "কেদারনাথ হিন্দুদের পবিত্র তীর্থস্থান। এখানে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত।"

বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনেকেই বলছেন, এই বক্তব্য ধর্মীয় বিভাজন বাড়াবে এবং ভারতের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। যদিও শৈলরানি দেবীর দাবি, "যেহেতু কেদারনাথ হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র, তাই এখানে অ-হিন্দুদের প্রবেশ বন্ধ করা উচিত। এতে মন্দিরের পবিত্রতা বজায় থাকবে।"

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কড়া ভাষায় এই মন্তব্যের নিন্দা করেছে। অনেকেই মনে করছেন, এটি উত্তরাখণ্ডের পর্যটন শিল্পেরও ক্ষতি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কেদারনাথ শুধু হিন্দুদের নয়, বরং সমস্ত ধর্মের মানুষের জন্যই আধ্যাত্মিক আকর্ষণের জায়গা। অনেক বিদেশি পর্যটকও কেদারনাথ আসেন। ফলে এমন নিষেধাজ্ঞা আরোপ করা যুক্তিসঙ্গত নয়।

যদিও বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি, তবে বিধায়কের এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.