ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তাঁর স্ত্রী হসিন জাহানের বিবাহবিচ্ছেদের মামলা বহুদিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে। অবশেষে আলিপুর আদালত এই মামলার নিষ্পত্তি করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, প্রতি মাসে হসিন জাহানকে ৫০ হাজার টাকা করে খোরপোষ দিতে হবে মোহাম্মদ শামিকে।
জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী এই ৫০ হাজার টাকা ব্যক্তিগত খোরপোষ হিসাবে ধার্য হয়েছে। পাশাপাশি, মেয়ের খরচ বাবদ অতিরিক্ত ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। অর্থাৎ, মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতি মাসে শামিকে হসিন ও তাঁদের মেয়ের জন্য খরচ করতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে শামির বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন হসিন জাহান। তিনি স্বামীর বিরুদ্ধে মারধর, বিবাহবহির্ভূত সম্পর্ক, এবং প্রতারণার মতো গুরুতর অভিযোগ আনেন। এরপর থেকেই শুরু হয় আইনি লড়াই।
হসিন জাহান আদালতে দাবি করেছিলেন, শামির বার্ষিক আয় প্রায় ৭ কোটি টাকা। সেই কারণে, তাঁর এবং মেয়ের জীবনের মান বজায় রাখতে মোটা অঙ্কের খোরপোষ দাবি করেন তিনি।
আদালত সমস্ত দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত দেয়।
উল্লেখযোগ্য, শামি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁকে নিয়ে যখন দেশের ক্রিকেট মহল মুগ্ধ, তখন ব্যক্তিগত জীবনের এই লড়াই নিয়েও তিনি চর্চায়।
এই রায়ের ফলে হয়তো দীর্ঘদিনের আইনি লড়াইয়ের একটা পর্ব শেষ হলো, কিন্তু ভবিষ্যতে আরও কী কী মোড় নেয়, সেদিকে নজর থাকবে সকলের।
Post a Comment