আন্তর্জাতিক উত্তেজনার আবহে ফের আগ্রাসী উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়ার দিনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চমক দিল কিম জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলি উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ছোঁড়া হয়েছে এবং প্রায় ৩০০ কিমি দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (JCS) জানিয়েছে, ‘‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রস্তুত রয়েছে।’’
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলতি যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ জানাতেই উত্তর কোরিয়ার এই শক্তি প্রদর্শন। উল্লেখ্য, সম্প্রতি সিওল ও ওয়াশিংটনের যৌথ মহড়া নিয়ে বরাবরই ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বারবার এই মহড়াকে 'যুদ্ধের প্রস্তুতি' বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে ঘিরে এর আগেও একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে এবার যৌথ মহড়া চলাকালীনই এই হামলা আরও বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঘটনায় কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ফের বাড়তে পারে। পাশাপাশি, আমেরিকা এবং মিত্রদের জন্যও এটি বড় বার্তা বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতৃত্ব।
Post a Comment