মরিশাসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া হল রাজকীয় অভ্যর্থনা। তবে এই অভ্যর্থনার মধ্যেও ছিল এক বিশেষ চমক। বিহারের ঐতিহ্যবাহী 'গীত-গাওয়াই' পরিবেশনের মধ্য দিয়ে মরিশাসে তাঁকে বরণ করা হয়। ভারতের লোকসংস্কৃতির ছোঁয়া মরিশাসের মাটিতে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। প্রধানমন্ত্রী নিজেও সেই পরিবেশনা উপভোগ করেন।
জানা গেছে, গীত-গাওয়াই হল বিহার এবং পূর্ব ভারতের এক ঐতিহ্যবাহী সঙ্গীতধারা। সাধারণত বিয়ে বাড়ি, পারিবারিক অনুষ্ঠানে মহিলারা এই গান করেন। মরিশাসের ভারতীয় বংশোদ্ভূত মানুষজন, যাঁদের পূর্বপুরুষরা বহু বছর আগে বিহার-উত্তরপ্রদেশ থেকে গিয়ে সেখানে বসবাস শুরু করেন, তাঁরা আজও ধরে রেখেছেন এই সাংস্কৃতিক ঐতিহ্য।
প্রধানমন্ত্রী মোদির মরিশাস সফর ঘিরে যথেষ্ট উৎসাহ ছিল সে দেশের ভারতীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে। তাই তাঁকে স্বাগত জানাতে তারা বেছে নিয়েছিলেন ভারতীয় সংস্কৃতির এই বিশেষ মাধ্যমটিকে।
প্রধানমন্ত্রী মোদি তাঁর মরিশাস সফরের সময় 'অ্যাপ্রিকা ফোরাম সামিট'-এ অংশ নিচ্ছেন। সেই সঙ্গে ভারত ও মরিশাসের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।
এদিনের গীত-গাওয়াই পরিবেশনা প্রমাণ করে দিল, ভারত আর মরিশাসের সম্পর্ক শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, বরং সাংস্কৃতিক বন্ধনেও গভীর। আর সেই বন্ধনকেই আরও দৃঢ় করল এই উষ্ণ অভ্যর্থনা।
মোদি নিজেও সোশ্যাল মিডিয়ায় এই সুন্দর অভ্যর্থনার কথা উল্লেখ করে মরিশাসবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
#বাংলাখবর #নরেন্দ্রমোদী #নির্বাচন
Post a Comment