বেসরকারি স্কুলে আর ইচ্ছেমতো ফিস নেওয়া যাবে না


রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্কুল কর্তৃপক্ষ যাতে ইচ্ছেমতো ফি বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে এবার কড়া নজরদারির সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বুধবার বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বেসরকারি স্কুলগুলোর ফি নিয়ন্ত্রণে রাখতে সরকার নজরদারি চালাবে। যে সমস্ত অভিভাবকরা ফি নিয়ে সমস্যায় পড়েছেন, তাঁরা যেন সরাসরি অভিযোগ জানান। মন্ত্রী জানান, অনেক সময়ই স্কুলগুলি প্রয়োজনের অতিরিক্ত ফি দাবি করে। সেই কারণে ফি নির্ধারণের নিয়ম বেঁধে দিতে চায় রাজ্য।

ব্রাত্য বসু আরও বলেন, ইতিমধ্যেই একাধিক অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। তিনি বলেন, "রাজ্যের শিক্ষা দপ্তর বেসরকারি স্কুলগুলোর ফি নির্ধারণে নতুন নির্দেশিকা আনতে কাজ করছে।" ফলে এবার স্কুলগুলোর 'যথেচ্ছ ফি বৃদ্ধির' দিন শেষ হতে চলেছে বলে মনে করছেন শিক্ষা মহল।

তবে, শিক্ষামন্ত্রী এও জানান, সরকার বেসরকারি স্কুলগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে ফি নিয়ন্ত্রণ করবে। সব স্কুলে যেন সাধারণ মানুষ তাঁদের সামর্থ্য অনুযায়ী সন্তানদের পড়াতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এই ঘোষণায় অভিভাবকরা যেমন আশার আলো দেখছেন, তেমনি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের একাংশ চিন্তায় পড়েছে। তবে শিক্ষামন্ত্রীর আশ্বাস, শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত নীতি ঘোষণা করবে সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.