কলকাতা: বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে আবারও কলকাতায় ফেরানোর দাবিতে সরব হয়েছে বিজেপি। এই প্রসঙ্গে মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, "তসলিমা নাসরিনের মতো ব্যক্তির বাংলায় ফেরার কোনও প্রয়োজন নেই। তিনি যে সমাজবিরোধী মন্তব্য করেন, তা বাংলার মাটিতে কখনওই গ্রহণযোগ্য নয়।"
বিজেপির পক্ষ থেকে সম্প্রতি তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি ওঠার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। একদিকে বিজেপির দাবি, মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে তসলিমাকে ফেরানোর কথা বলা হচ্ছে। অন্যদিকে, ত্বহা সিদ্দিকীর মতো সংখ্যালঘু নেতৃত্বরা তাতে প্রবল আপত্তি জানাচ্ছেন।
ত্বহা সিদ্দিকীর কথায়, "বাংলার পরিবেশ সবসময়ই শান্তিপূর্ণ। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না। বিজেপি চক্রান্ত করছে বাংলার সম্প্রীতি নষ্ট করার। তসলিমা নাসরিনকে আনার মাধ্যমে তারা ইস্যু তৈরি করতে চাইছে।"
উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমা নাসরিনের লেখা ও মন্তব্যকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পরই রাজ্য ছাড়তে বাধ্য হন তসলিমা। সেই প্রেক্ষাপটে আবারও তাঁকে ফেরানোর প্রসঙ্গ ওঠায় ক্ষুব্ধ ত্বহা সিদ্দিকী।
এদিকে, তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন, তিনি এখনও কলকাতায় ফিরতে চান। তবে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বিজেপির এই দাবিকে ঘিরে রাজ্যে ভোটের আগে নতুন করে বিতর্ক ও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ত্বহা সিদ্দিকীর হুঁশিয়ারি, "ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার সম্প্রীতির বাতাবরণ নষ্ট হতে দেওয়া হবে না।"
#TaslimaNasrin #BJP #TahaSiddiqui #KolkataPolitics #WestBengal #ফুরফুরাশরিফ #তসলিমা #ত্বহাসিদ্দিকী #BJPPolitics #KolkataNews
Post a Comment